নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের চাপায় ইসমাইল হোসেন (৪৭) নামে একজনের পা থেঁতলে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন অনাবিল পরিবহনের বাসের চালক।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, ‘ঘাতক বাসসহ চালক পালিয়ে গেছে। তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ ঢামেক হাসপাতাল থেকে জানানো হয়, মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হচ্ছিলেন ইসমাইল। এ সময় গুলিস্তানগামী রাইদা পরিবহনের একটি বাসের চাকায় ইসমাইলের পা থেঁতলে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগেও রাজধানীর বনানী ও ফার্মগেটে বাসের চাপায় পা থেতলে যায় দুই নারীর। বনানীতে বাসের চাপায় পা হারানো রোজিনা আক্তার গত ২৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১০ এপ্রিল ফার্মগেটে বাসচাপায় পা থেতলে যায় বিশ্ববিদ্যালয় ছাত্রী রুনি আক্তারের।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

