১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

মেয়ের বলিউড অভিষেক নিয়ে খুশি সাইফ

বিনোদন ডেস্ক:

অভিষেক কাপুরের নির্দেশনায় ‘কেদারনাথ’ দিয়েই বলিউডে ডেবিউ করার কথা ছিল সাইফ আলী খানের মেয়ে সারার। কিন্তু পরিচালক-প্রযোজক দ্বন্দ্বের জেরে সেই সিনেমার শুটিং বন্ধ হয়ে যায় বেশ কিছুদিনের জন্য।

ফলে, করণ জোহরের ধর্ম প্রোডাকশনের হাত ধরে ‘সিম্বা’ দিয়েই বি টাউনে ডেবিউ করতে পারেন সারা। পরিচালক রোহিত শেঠির ওই সিনেমায় সারার বিপরীতে রয়েছেন রণবীর সিং। অর্থাৎ, শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের পর এবার সাইফ কন্যাও বলিউডে আসছেন করণ জোহরের হাত ধরে। আর জি নিউজ জানায়, সেই কারণেই মেয়েকে নিয়ে বেশ খুশি সাইফ।

জানান, করণ জোহরের হাত ধরে সারার বলিউড ডেবিউ নিয়ে তিনি খুশি। করণের হাত ধরে সারা যাতে অভিনয় জগতে পা রাখতে পারেন, তার জন্য চেষ্টা চালিয়েছিলেন সাইফ।তিনি আরো বলেন, সারা কোন সিনেমায় অভনয় করবেন আর কোন সিনেমায় অভিনয় করবেন না, তা নিয়ে কখনো মাথা ঘামাননি। নিজের ভালমন্দ সারা বোঝেন। তাই মেয়ের যে কোনো বিষয়ে আগ বাড়িয়ে মাথা ঘামান বলেও জানান সাইফ আলী খান।

প্রকাশ :মে ২২, ২০১৮ ১১:৫৭ পূর্বাহ্ণ