১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

বাংলাদেশে এলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক:

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়েতে অংশ নিয়ে কয়েকদিন ধরে খবরের শিরোনামে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এলেন বাংলাদেশে। নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক পাতায় খবরটি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা নিজেই।

জানা গেছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকায় অবস্থান করছেন ‘কোয়েন্টিকো’ তারকা। এ বিষয়ে হালনাগাদ খবর পেতে স্যোশাল মিডিয়ায় চোখ রাখার কথা বলেন প্রিয়াঙ্কা।

কিছুদিন আগেই এক অনুষ্ঠানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা। এছাড়া সিরিয়ার শরণার্থী সমস্যা নিয়েও তিনি সরব। এ নিয়ে কিছু আয়োজনেও অংশ নিয়েছেন। তবে প্রিয়াঙ্কা চোপড়ার বাংলাদেশের সফর সূচি নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রকাশ :মে ২১, ২০১৮ ১২:৩০ অপরাহ্ণ