১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০০

বাণী কাপুরের সঙ্গে রণবীরের রোমান্স

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী বাণী কাপুর। ২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রের মাধ্যমে বেশ প্রশংসা কুড়ান এই নায়িকা। এরপর আরো দুটি সিনেমায় অভিনয় করেন তিনি। এবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন বাণী কাপুর। ‘শমশেরা’ নামে এ সিনেমায় রণবীরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বাণীকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সিনেমাটি পরিচালনা করছেন করন মালহোত্রা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির গল্পে বাণী কাপুরকে রণবীর কাপুরের প্রেম প্রার্থী হিসেবে দেখা যাবে। রণবীরের চরিত্রের জন্য বাণীর এই চরিত্রটি অনুঘটক হিসেবে কাজ করবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এই চরিত্রটির জন্য বাণী কাপুর-ই উপযুক্ত।’ তিনি আরো বলেন, ‘বাণী কাপুর হিন্দি সিনেমার ভালো একজন অভিনেত্রী ও অবিশ্বাস্য ভালো রকমের নৃত্যশিল্পী। এই চরিত্রের জন্য আমরা একদম ফ্রেশ মুখ চেয়েছিলাম। আর বাণী কাপুর এ চরিত্রের জন্য একদমই উপযুক্ত।’

এর আগে সিনেমা প্রসঙ্গে রণবীর কাপুর বলেছিলেন, ‘শমশেরা ঠিক সেই সিনেমা যা আমি খুঁজছিলাম। এই প্রজেক্টটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। নির্মাতা করন আমাকে নিয়ে কাজটি করতে যাচ্ছেন। আর আমিও এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অপেক্ষা করছি।’ সিনেমাটিতে সঞ্জয় দত্ত অভিনয় করবেন। এ সিনেমার মাধ্যমে পরিচালক করন মালহোত্রার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে যাচ্ছেন সঞ্জয়। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০১৯ সালে এটি মুক্তির কথা রয়েছে।

প্রকাশ :মে ১৫, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ