২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৯

ঈদে মুক্তি অনেকটা অনিশ্চিত যৌথ প্রযোজনার সিনেমা

বিনোদন ডেস্ক:

বাংলাদেশে কোন উৎসবে নিষিদ্ধ যৌথ প্রযোজনা ও আমদানির ছবি জন্য   আদালতে রিট করা হয় ।
   শাকিব খান-শুভ্রশ্রী অভিনীত ‘ভাইজান এলো রে’ ও জিত্-মীম অভিনীত ‘সুলতান’ আগামী ঈদে মুক্তি অনেকটা অনিশ্চিত। গত বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ ও একেএম জাহিরুল হক আদেশ দেন, ঈদ, নববর্ষসহ বিভিন্ন উত্সবে দেশীয় সিনেমা ছাড়া অন্য কোনো (যৌথ প্রযোজনা ও আমদানিকৃত সিনেমা) সিনেমা মুক্তি দেওয়া যাবে না। আর আদালতের এই রিটের ভিত্তিতে বলা যায়, এই ঈদে যৌথ প্রযোজনার সিনেমা ‘সুলতান’ ও ভারতীয় সিনেমা ‘ভাইজান এলো রে’ চলচ্চিত্র দুটির মুক্তি অনেকটা অনিশ্চিত।
কয়েকদিন আগে নিপা এন্টারপ্রাইজের পক্ষে প্রযোজক সেলিনা বেগম উক্ত আদালতে বাংলাদেশের বিশেষ দিবসগুলোতে যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমা প্রদর্শন স্থগিত চেয়ে এই রিট করেন। বাংলাদেশে উত্সবের দিন কেন যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি অবৈধ হবে না? আদালত এ সংক্রান্ত একটি রুল জারি করে তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও তথ্য মন্ত্রণালয়ের উপসচিবকে ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন।
এদিকে ঈদ সন্নিকটে, আমদানিকারকরা জোর প্রচেষ্টা চালাচ্ছেন ঈদে এই দুটো ছবি মুক্তি দিতে।
প্রসঙ্গত, অনেক আগে থেকেই ঈদসহ অন্যান্য উত্সবগুলোতে দেশের প্রেক্ষাগৃহে বিদেশি চলচ্চিত্র মুক্তি না দেওয়ার আহ্বান জানায় বেশ কয়েকটি চলচ্চিত্র সংগঠন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৯:৫২ অপরাহ্ণ