১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

নতুন চমক নিয়ে শাকিব খান -বুবলী

বিনোদন ডেস্ক:

এমনটাই জানালেন নির্মাতা উত্তম আকাশ। রোববার (১৩ মে) সন্ধ্যায় ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ নামের গানটি অবমুক্ত হবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন শাহারিয়ার রাফাত। দ্বৈত কণ্ঠের গানে কণ্ঠ দিয়েছেন ঐশী এবং রাফাত নিজেই। আর এই গানের কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে।

গেল বছরের অক্টোবরে ‘চিটাগাইংয়া পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং শুরু হয়েছিল এফডিসিতে। এরপর নভেম্বরে শুটিং হয় ময়মনসিংহে আর গানের শুটিং হয় থাইল্যান্ডে। গেল বৃহস্পতিবার ছবিটি মুক্তির অনুমতি পেতে সেন্সরে জমা পড়ে। সবকিছু ঠিক থাকলেই দু-চার দিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট হাতে পাবে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’।

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৭:৪৮ অপরাহ্ণ