১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৪

ভোলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ভোলা প্রতিনিধি :

ভোলায় সড়ক দুর্ঘটনা যেন নিত্য দিনের খবর হয়ে দাঁড়িয়েছে। কোথাও না কোথাও ঘটছে এ দুর্ঘটনা। এতে প্রাণ হারাচ্ছে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, পথচারী, গাজীর ড্রাইভার, যাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এমনই একটি দুর্ঘটনা ঘটেছে ১২ মে (শনিবার) রাত সাড়ে ১১টায় ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের নাজিউর রহমান ডিগ্রি কলেজের সামনে। নিহত মোঃ মামুন (২৭) নামের যুবকের বাড়ী বরিশাল এবং তিনি একটি কোম্পানীতে চাকুরী করেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ভোলা সদর থানার এসআই সানাউল্লাহ জানান, রাত সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রো ল-১১০০৯০ নম্বরের একটি পিকাআপ ভ্যান ইলিশা থেকে ভোলার দিকে আসছিলো। মাঝ পথে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খাম্বার সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই গাড়িতে থাকা মামুন নামের লোকটির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত ডাক্তার মামুনকে মৃত ঘোষণা করেন। অন্যজন গাড়ী হেল্পার। তার অবস্থা আশংখা জনক। ঘটনাস্থল থেকে গাড়ী চালক পালিয়েছে যায়। নিহত মামুন ভলবো ব্যাটারি কোম্পানিতে চাকুরী করতেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৭:৪৪ অপরাহ্ণ