বিনোদন ডেস্ক:
প্রতারণার শিকার হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক ফাইনান্সিয়াল কোম্পানির জালিয়াতির শিকার হয়েছেন তিনি। সই জাল করে অভিনেত্রীর ইএমআই কার্ডে প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা তোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশেড় কাছে দায়ের করা অভিযোগে অভিনেত্রী জানান, তিনি শেই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। সেই সময় একটি ইএমআই কার্ডও দেওয়া হয়েছিল তাকে। পরে ঋণ শোধও করে দিয়েছিলেন শ্রীলেখা। কিন্তু এর পরেও ২০১৭ সালের মাঝমাঝি সময় থেকে লোন বাবদ ৬ হাজার টাকা তার অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছিল বলে দাবি করেছেন তিনি।
বিষয় নজরে আসতেই খোঁজ নিয়ে শ্রীলেখা জানতে পারেন, তার অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১৮ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। শেই সংস্থারই কোনও কর্মী সই জাল করে এই কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করছেন শ্রীলেখা। ইতিমধ্যে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।