২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৪

ষাটের দশকের অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায় আর নেই

বিনোদন ডেস্ক:

ষাটের দশকের প্রথমসারির অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায় আর নেই। গতকাল বুধবার দুপুরে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ললিতা। এ সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। পরে ওইদিন রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
উত্তমকুমার সময়ে জনপ্রিয় এই নায়িকা একাধিক ছবিতে মহানায়কের সঙ্গে অভিনয় করেছেন। উত্তমকুমারের হাত ধরেই ‘বিভাস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে ললিতার পথ চলা শুরু। এরপর ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘মেমসাব’, ‘ভিক্টোরিয়া নম্বর ২০৩’, ‘হার মানা হার’, ‘জয়জয়ন্তী’, ‘তলাশ’–এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
উত্তম কুমারের সঙ্গে ললিতা চট্টোপাধ্যায়
এক সন্তানের জননী হয়েও ক্যামেরার সামনে যথেষ্ট পারদর্শী ছিলেন তিনি। এর আগে ইংরাজিতে দক্ষ ললিতা চট্টোপাধ্যায় সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষিকাও ছিলেন। শেষবার অরিন্দম শীলের ‘আসছে আবার শবর’–এ দেখা গিয়েছিল তাঁকে। কয়েকদিন আগেই শেষ করেছিলেন আদিত্য বিক্রম সেনগুপ্তর ‘জোনাকি’র শুটিং। এ সিনেমাতেই শেষবার দেখা যাবে তাঁকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১০, ২০১৮ ৩:৩৯ অপরাহ্ণ