নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সীমান্ত এলাকায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৬০ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পালশা গ্রামের মুরশেদ আলম (৪০), হুজরাপুর গ্রামের বাদশা (৩৭), নাখরাজ পাড়ার খুবাইদ (৩০), নাচোল উপজেলার জগদইল গ্রামের মনোয়ারা (৬০), নাজমা (৪২), শীলা (১২), ঝিকড়া গ্রামের অজেদ আলী (৪৫), শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের নাহিদ (২৫), রহনপুর বাজার এলাকার শফিকুল ইসলাম (৪৫), রাজশাহী কাজিহাট্ট্রা এলাকার মনিরুল ইসলাম (৬৬), উপশহর এলাকার কামরুজ্জামান রানা (৫০), সাপাহার উপজেলার মাস্টার পাড়ার মইদুল ইসলাম (৪৮), ফারহানা (৪০), সুলতানা (২০), সাবানা আক্তার (২০) ও পোরশা উপজেলার শীশা গ্রামের সুফিয়া (৪৫) সহ আরো অনেকে।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ১০টায় নাচোল আড্ডা সড়কের নিয়ামতপুর সীমান্ত এলাকার ভেরেন্ডী বাজার সংলগ্ন বাঘার সাঁকো নামক স্থানে বিআরটিসি বাসের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ৬০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে গুরুতর আহতদের সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
অফিসার ইনচার্জ আরও জানান, ঘটনার পর নাচোল থানা পুলিশ ও গোমস্তাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। পরে রাস্তা থেকে বাস দুটো সরাতে দীর্ঘ সময় লাগে। এসময় রাস্তার দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
দৈনিক দেশজনতা/এন এইচ