১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

বেনাপোলে ডলারসহ পাচারকারী আটক ১

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল পোর্ট থানার আমড়খালী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ৪০ হাজার মার্কিন ডলারসহ শেখ এনামুল হক (৩০) নামে এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে  বিজিবি।

তিনি নড়াইল জেলার কালিয়া থানার খাশিয়াল গ্রামের শেখ আবু বকরের ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল চেকপোস্ট থেকে এমএম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে করে পাচারকারীরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বরিশাল যাচ্ছেন এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালায়। পরে বাসটিতে থাকা যাত্রীদের তল্লাশি করা হয়। এসময় এনামুল হকের দেহ তল্লাশি করে ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। মানি লন্ডারিং আইনে তাকে আটক করা হয়।

আটক মার্কিন ডলার বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হযেছে।

প্রকাশ :মে ১০, ২০১৮ ৩:১৬ অপরাহ্ণ