২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০০

শিশুশিল্পী হিসেবে তাদের অভিষেক হয়েছিল সিনেমায়

বিনোদন ডেস্ক:

বলিউডের হিট তারকা তারা। কিন্তু অনেকেই জানেন না শিশুশিল্পী হিসেবে তাদের অভিষেক হয়েছিল সিনেমায়। তখনও দাপটের সঙ্গেই অভিনয় করেছিলেন এই অভিনেতারা।

ঋষি কাপুর থেকে শশী কাপুর, হৃত্বিক রোশন থেকে ববি দেওল বা আমির খান— সিনেমা ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হিসেবেই। আনন্দবাজার পত্রিকা অবলম্বনে দেখে নেওয়া যাক কয়েকজনকে।

হৃত্বিক রোশন : ‘ভগবান দাদা’ ছবিটি দিয়েই হৃত্বিক রোশনের অভিনয় শুরু। ছবিতে হৃত্বিকের বাবা রাকেশ রোশন তো ছিলেনই, সঙ্গে ছিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। আর ছিলেন টিনা মুনিম, পরেশ রাওয়াল ও ড্যানি।

ববি দেওল : ‘ধর্মবীর’ ছবিতে ধর্মেন্দ্রর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তারই ছোট ছেলে ববি দেওল। মনমোহন দেশাইয়ের এই ছবিতে শিশু চরিত্রে অভিনয় করে অনেকের মনেই দাগ কেটেছিলেন ববি।

আমির খান : ছোট্ট তারিক খানের চরিত্রে ১৯৭৩ সালে অভিনয়ে হাতেখড়ি হয় আমির খানের। ছবির নাম ‘ইয়াদো কি বরাত’। আমিরের চাচা নাসের হুসেন পরিচালনা ও প্রযোজনা দুই-ই করেন।

কুনাল খেমু : ছোট বয়সেই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন কুনাল খেমু। ‘স্যার’, ‘হাম হ্যয় রাহি পেয়ার কে’, ‘রাজা হিন্দুস্তানি’ এই সব ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন কুনাল। তবে বড় হয়ে হাতে গোনা কয়েকটা ছবি ছাড়া সেভাবে আর আলোচিত হননি কুনাল।

ঋষি কাপুর : ‘মেরা নাম জোকার’ দিয়ে সিনেমা জগতে নাম লেখান ঋষি কাপুর। একে তো কাপুর পরিবারে জন্ম, তারপরে পরিবারের সকলেই ছিলেন জাঁদরেল অভিনেতা। কিন্তু এই শিশু চরিত্রেই অভিনয় করে পরিবারের সকলকে চমকে দিয়েছিলেন তাদের আদরের চিন্টু অর্থাৎ ঋষি কাপুর।

অজয় দেবগণ : ১৯৮৫ সালের ছবি ‘পেয়ারি বহেনা’তে অভিনয় করেছিলেন অজয় দেবগণ। মিঠুন চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল অজয়কে।

উর্মিলা মাতন্ডকর : শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরু করেন উর্মিলা মাতন্ডকরও। ১৯৭৭ সালে ‘কর্ম’ দিয়ে শুরু আর তারপর একের পর এক ছবি। একাধিক মরাঠি ছবিতেও অভিনয় করেছিলেন উর্মিলা।

আলিয়া ভাট : ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নয়, শিশু চরিত্রেই বলিউড অভিষেক হয়েছিল আলিয়া ভাটের। ১৯৯৯ সালের ছবি ‘সংঘর্ষ’তে প্রীতি জিনতার ছোটবেলার চরিত্রটিতে দেখা গিয়েছিল আলিয়াকে।

ইমরান খান : মামার মতোই ভাগ্নেও বলিউডে পা রাখেন শিশুশিল্পী হিসেবে। ‘জো জিতা ওহি সিকান্দার’ ছবিতে আমিরের শিশু চরিত্রে দেখা গিয়েছিল ইমরান খানকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১০, ২০১৮ ১২:৫১ অপরাহ্ণ