১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

সৌদিতে বাংলাদেশি নারী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

দৈনিক দেশজনতা ডেস্ক:

সৌদি আরবের তুরবাহ শহর থেকে ২০ কি.মি দক্ষিণে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাংলদেশি গৃহকর্মীর লাশ পাওয়া গেছে। লাশের সঙ্গে পাওয়া ইকামাতে (স্থানীয় পরিচয়পত্র) গৃহকর্মীর নাম কোহিনুর বেগম বলে জানা গেছে।

আল বাহা তায়েফের মাঝামাঝি তুরবাহ শহর।

ইকামা চেক করে পুলিশ গৃহকর্তার সঙ্গে যোগাযোগ করে। গৃহকর্তা অভিযোগ করেন, দু’দিন আগে কোহিনুর তার বাসা থেকে পালিয়ে যায়। তারপর কোহিনুরের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

কোহিনুরের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ ছাড়া বর্তমানে পুরো ঘটনাটি পুলিশের নিবিড় তদন্তাধীন অবস্থায় রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১০, ২০১৮ ১২:৩৩ অপরাহ্ণ