১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

৭১তম কান চলচ্চিত্র উৎসব শুরু

বিনোদন ডেস্ক:

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী ও ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসব কানের ৭১তম আসর শুরু হয়েছে। ফ্রান্সের সাগরপারের নগরী কানের গ্রান্ড দো ফেস্টিভ্যাল ভবনের লুমিয়ার থিয়েটারে স্থানীয় সময় রাত আটটায় এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বিখ্যাত ফরাসী চলচ্চিত্রকার জ্যঁ-লুক গদারের ‘পিয়োরো দ্য ম্যাডম্যান’ (১৯৬৫) সিনেমাটির একটি দৃশ্য দেখানো হয়। এ সিনেমাটির একটি চুম্বন দৃশ্য দিয়ে এবারের উৎসবের অফিশিয়াল পোস্টার করা হয়েছে।

এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বর্ষীয়ান ফরাসি সংগীতশিল্পী জেরার্ড দেগের পিয়ানো। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ( মাস্টার অব সিরিমনিস অ্যাদুয়ার্দ বেয়ার। এরপর কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো মূল প্রতিযোগীতা বিভাগের বিচারকদের পরিচয় করিয়ে দেন। একে একে মঞ্চে আসেন চ্যাং চেন, আভা ডুভারনে, রবার্ট গেদিজিয়ন, ক্রিস্টেন স্টুয়ার্ট, আন্দ্রে জিভিয়াজিন্তসেভ, লেয়া সেদু, খাজা নিন।

প্রতিযোগীতা বিভাগের প্রধান অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট বিভিন্ন সিনেমার অংশ বিশেষ দেখানোর পর তিনি মঞ্চে আসেন। প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি ছবির পাশাপাশি প্রতিযোগিতা বিভাগের বাইরে, আঁ সার্তেন রিগার্দ ও মিডনাইট স্ক্রিনিং বিভাগে নির্বাচিত ছবির অংশবিশেষ দেখানো হয়। তারপর ছিল গান। ফরাসি গায়িকা জুলিয়েট আহমানে পরিবেশন করেন ১৯৬৯ সালে অস্কারে সেরা মৌলিক গানের ‍পুরস্কার জেতা মিচেল লেগ্র্যান্ডের সুর করা ‘দ্য মিলস অব মাই হার্ট’।

এরপর পরই মার্টিন স্করসেজি ও কেট ব্ল্যানচেট ৭১তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইরানি নির্মাতা আজগর ফারহাদির স্প্যানিশ ভাষায় নির্মিত ‘তোদোস লো সেবেন’ প্রদর্শিত হয়। যার ইংরেজি নাম ‘এভরিবডি নোজ’। এবারের আসরের পর্দা নামবে ১৯ মে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৯, ২০১৮ ১২:২২ অপরাহ্ণ