২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৫

বাটলারের ব্যাটিং নৈপুণ্যে বাজাস্থানের জয়

স্পোর্টস ডেস্ক:      

বাটলারের ব্যাটিং নৈপুণ্যে রাজস্থানের বিপক্ষে পাঞ্জাব হেরেছে ১৫ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে রাজস্থান রয়্যালস। জবাবে জবাবে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। এই হারে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে পাঞ্জাব। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান থেকে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসল রাজস্থান।

টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় রাজস্থান। ওপেনার জস বাটলারের ব্যাটের ওপর ভর করে ১৫৮ রান সংগ্রহ করে তারা। ৫৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮২ রান করেছেন বাটলার। ওপেনিং জুটিতে আজিঙ্কা রাহানে ও জস বাটলার ২২ বলে করে ৩৭ রান। ব্যক্তিগত ৯ রানে রাহানে আউট হয়ে ফিরে যাওয়ার পরে ওয়ান ডাউনে আসা গৌতম করেন মাত্র ৮। বাটলারের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে সঞ্জু স্যামসন ভালো প্রতিরোধ গড়ে তুলেন। তাদের জুটিতে আসে ৫৩ রান। ১৪.৩ ওভারে দলীয় ১১৭ রানের সময় ব্যক্তিগত ২২ রান করা স্যামসনকে আউট করে ফেরান মুজিব উর রহমান।

এক প্রান্তে দাঁড়িয়ে থেকে সতীর্থদের এই আসা যাওয়ার মিছিলটা দেখছিলেন বাটলার। ১৭ তম ওভারে মুজিবের বলেই স্ট্যাম্পিং হয়ে দলীয় ১৩২ রানে ফিরে যান বাটলার। ইংলিশ এই ব্যাটসম্যান ফেরার পর রানের গতিটা আর সেভাবে বাড়াতে পারেননি রাজস্থানের ব্যাটসম্যানরা। ফলে ৬ উইকেট হাতে নিয়েও শেষ ২২ বলে তারা তুলতে পারে মাত্র ২৬ রান। টাইয়ের শেষ ওভারেই তারা হারিয়েছে ৩ উইকেট। সব মিলিয়ে এই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন টাই। আফগানিস্তানের অফ স্পিনার মুজিব নিয়েছেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থেমে যায় পাঞ্জাব। আগের ম্যাচে অপরাজিত ৮৪ রান করা লোকেশ রাহুল আজও ছিলেন ৯৫ রানে নটআউট। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেও। গেইল করেছেন মাত্র ১ রান। রাহুলের ৯৫ রান ছাড়া দুই অঙ্কের ঘরে রান নিতে পেরেছেন কেবল স্টোইনিস। তাও মাত্র ১১ রান। এতেই তো বোঝা যায় পাঞ্জাবের ব্যাটিংয়ের কি করুণ অবস্থা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৯, ২০১৮ ১২:১৮ অপরাহ্ণ