২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

প্রাণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় স্কুল ফুটবল শুরু সোমবার

স্পোর্টস ডেস্ক:

সর্বশেষ হয়েছিল ২০১৩ সালে। এরপর জাতীয় স্কুল ফুটবল আর আলোর মুখ দেখেনি। প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৫ বছর পর আবার মাঠে ফিরছে ফুটবলার তৈরির অন্যতম প্রধান এ টুর্নামেন্টটি। সোমবার দেশের ৭ ভেন্যুতে শুরু হচ্ছে স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ।

গত বছর জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়ায় চ্যাম্পিয়ন হওয়া ৫৪ জেলার দল অংশ নিচ্ছে এবারের জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপে। গাজীপুরের দুটি, সিলেট, সাতক্ষীরা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল জোনে ভাগ হয়ে খেলবে দলগুলো। আঞ্চলিক চ্যাম্পিয়নরা খেলবে মূল পর্বে। প্রতিটি বিদ্যালয় অংশগ্রহণ ফি পাচ্ছে ১০ হাজার টাকা করে। থাকছে উইনিংমানিও।

স্কুল ফুটবলে এটা অবশ্য প্রাণ-আরএফএল গ্রুপের প্রথম পৃষ্ঠপোষকতা নয়। ২০০৫ সালেও স্কুল ফুটবলের পৃষ্ঠপোষক ছিল প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান গুডলাক স্টেশনারির ব্র্যান্ড ম্যানেজার আহসানুজ্জামান খান বলেন, ‘ভালো কিছুর প্রত্যাশা নিয়ে স্কুল ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। সব কিছু ভালোভাবে হলে আগামীতেও এর সঙ্গে থাকব।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৫, ২০১৮ ৮:১১ অপরাহ্ণ