১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

ভাওয়াইয়ার রাজপুত্র উপাধি পাচ্ছেন আব্বাসী

অনলাইন ডেস্ক:

প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার,গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীকে আনুষ্ঠানিকভাবে ‘ভাওয়াইয়া রাজপুত্র’ উপাধি প্রদান করা হচ্ছে। ভাওয়াইয়ার বিশেষায়িত সংগঠন ভাওয়াইয়া অঙ্গন-এর উদ্যোগে ও চ্যানেল আইয়ের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে ভাওয়াইয়া রাজপুত্র উপাধি এবং পদক প্রদান করা হবে এই কিংবদন্তিকে।

আগামীকাল রোববার ৬ মে চ্যানেল আই স্টুডিও থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই অনুষ্ঠানে ভাওয়াইয়া গানে বিশেষ অবদানের জন্য গবেষক মোতাহার সুফী ও বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়াকে ‘ভাওয়াইয়া’ পদক দেয়া হবে এবং ভাওয়াইয়া অঙ্গনের মুখপত্র ত্রৈমাসিক সাময়িকী, ভাওয়াইয়ার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর।

বিশেষ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। স্বাগত বক্তব্য রাখবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা এ.কে.এম মোস্তাফিজুর রহমান।

মুস্তাফা জামান আব্বাসীকে নিবেদিত এই সম্মেলক গানটি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। গান গাইবেন-সালমা মোস্তাফিজ, সাজু আহমেদ, মো. শাহীন হোসেন, মনিফা মোস্তাফিজ মন, ফাতেমা জান্নাতি, সাহস মোস্তাফিজ, গোলাম মাওলা, মো. মোস্তাফিজুর রহমান, আরিফা আক্তার কাকন, কামরুন্নাহার মারিয়া ও ইসরাত জাহান ইসা।

গানটি রচনা, সুর ও সংগীত পরিচালনা করেছেন এ.কে.এম মোস্তাফিজুর রহমান।

স্টুডিওতে অতিথির বক্তব্য পর্যায়ে কথা বলবেন-শামসুজ্জামান খান, আসমা আব্বাসী, ইন্দ্র মোহন রাজবংশী, সুজিত মোস্তফা, ড. নাশিদ কামাল, কীরণ চন্দ্র রায়, আবু বকর সিদ্দিক, দীপ্তি রাজবংশী, আনিসুল হক, মিন্টু রহমান, ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারপারসন সালমা মোস্তাফিজ প্রমুখ।

একক গান গাইবেন-মুস্তাফা জামান আব্বাসী, ড. নাশিদ কামাল, রণজিৎ কুমার রায়, মনিফা মোস্তাফিজ মন, সাজু আহমেদ এবং দ্বৈতকণ্ঠে ভাওয়াইয়া গান গাইবেন সালমা মোস্তাফিজ ও এ.কে.এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মৌসুমি বড়ুয়া।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৫, ২০১৮ ৮:১১ অপরাহ্ণ