২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৫

ফের শীর্ষে ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক:

শনিবার বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ছয় উইকেটে হারিয়ে ফের শীর্ষে উঠে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ১০ খেলায় ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে চেন্নাই সুপার কিংস।

৯ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন হায়দরাবাদ।

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে পার্থিব প্যাটেলের একার লড়াইয়ে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে ব্যাঙ্গালুরু। দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর চলতি আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলে ৪৫ বলে ৫৩ রান করেন প্যাটেল।

টার্গেট তাড়া করতে নেমে আম্বাতি রাইডুর ৩২, সুরেশ রায়নার ২৫ এবং মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৩১ রানের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। ধোনির ২৩ বলের ইনিংসটি ছিল ৩টি ছক্কা ও একটি চারে সাজানো।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় ব্যাঙ্গালুরু। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলটির ত্রাতা ছিলেন প্যাটেল। তার একার লড়াইয়ে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ব্যাঙ্গালুরু।

দলের হয়ে ৪১ বলে ৫ বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিতে ৫৩ রান করেন প্যাটেল। দুই অঙ্কের ফিগার টপকাতে পারেননি কোহলি (৮) এবি ডি ভিলিয়ার্স (১), ব্রান্ডন ম্যাককলাম (৫),সহ ব্যাঙ্গালুরুর আটজন ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোর

ব্যাঙ্গালুরু: ২০ ওভারে ১২৭/৯ (প্যাটেল ৫৩, টিম সাউদি ৩৬; জাদেজা ৩/১৮)।

চেন্নাই: ১৮ওভারে ১২৮/৪ ( রাইডু ৩২, রায়না ২৫, ধোনি ৩১)।

ফল: চেন্নাই ৬ উইকেটে জয়ী।

দৈনিক দেশজনতা/ এন আর

 

 

প্রকাশ :মে ৫, ২০১৮ ৮:০৭ অপরাহ্ণ