১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

প্রিমিয়ার হকি লিগে আরেকটি বড় জয় পেয়েছে আবাহনী

স্পোর্টস ডেস্ক:

প্রিমিয়ার হকি লিগে আরেকটি বড় জয় পেয়েছে আবাহনী। শনিবার মওলনা ভাসানী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়নরা ১০-০ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। ক্লাব কাপ চ্যাম্পিয়ন আবাহনী লিগের প্রথম ম্যাচে ১০-০ গোলে পুলিশ এসসিকে এবং ৮-০ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছিল।

বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন আবাহনীর আরশাদ হোসেন। তিনি ২৪, ৩৭ ও ৬০ মিনিটে গোল করেন। জোড়া গোল করেছেন কৃষ্ণ কুমার। একটি করে গোল করেছেন আশরাফুল ইসলাম, রুম্মান সরকার, আফসার উদ্দিন, সোহানুর রহমান সবুজ ও শহীদুল্লাহ খোকন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরশাদ নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করেন। ৫০ মিনিটে সবুজ, ৫৩ মিনিটে কৃষ্ণ, ৬০ মিনিটে আরশাদ ও ৬৩ মিনিটে খোকন গোল করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৫, ২০১৮ ৮:০৬ অপরাহ্ণ