২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৩

যে দোয়া পড়বেন দুনিয়া ও পরকালের কল্যাণে

ধর্ম ডেস্ক :

দুনিয়া ও পরকালের সুস্থতা ও কল্যাণ লাভকারী ব্যক্তিরাই হবেন সবচেয়ে সফল। এ সফলতা লাভে কুরআন-সুন্নাহর বিধি-বিধান পালনের বিকল্প নেই।

দৈনন্দিন জীবনে সুস্থতা ও কল্যাণ লাভই মানুষের একমাত্র কামনা। যারা দুনিয়াতে সুস্থতা ও কল্যাণ লাভ করবে তাদের পরকালও সাফল্যমণ্ডিত হবে।

اَللَّهُمَّ اِنَّا نَسْأَلُكَ الْعَفْوَ وَ الْعَافِيَةَ وَالْمُعَافَةَ الدَّائِمَةَ فِىْ الدُّنْيَا وَ الْاَخِرَةِ –

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতাদ দায়িমাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাতি।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাদের দুনিয়া ও আখেরাতে সর্বদা সুস্থতা ও কল্যাণ দান করুন।’ (কানযুল উম্মাল)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের কল্যাণে উল্লেখিত দোয়া পড়ার পাশাপাশি কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তাওফিক দান করুন। আমিন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২, ২০১৮ ১২:৩৪ অপরাহ্ণ