১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরের ডাস্টবিন থেকে বাবু নামে এক অ্যাম্বুলেন্স চালক নবজাতকটিকে উদ্ধার করেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।

অ্যাম্বুলেন্স চালক বাবু জানান, রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় কান্নার শব্দ শুনতে পান তিনি। এ সময় ডাস্টবিনের কাছে গিয়ে দেখতে পান নবজাতকটি পড়ে রয়েছে। পরে নবজাতকটিকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

নবজাতকটি পুরোপুরি সুস্থ্য হওয়ার পর সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২, ২০১৮ ১২:৪০ অপরাহ্ণ