বিনোদন ডেস্ক:
সাবেক বিগ বস প্রতিযোগী সোফিয়া হায়াতের বিয়ে আচমকাই ভেঙে গেল। অতীতে সুখী দাম্পত্যের একাধিক ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাই তার এই সিদ্ধান্তে কিছুটা হতবাক সোফিয়ার ভক্তরা। এবিপি আনন্দ জানায়, এ সেলিব্রিটির দাবি স্বামী ভ্ল্যাড স্ট্যানেসকু তার সঙ্গে থাকছিলেন নিজের আসল পরিচয় লুকিয়ে।
শুধু তাই নয়, স্বামীর আসল পরিচয় জানার পর বাড়ি থেকে ভ্ল্যাডকে বেরিয়ে যেতে বলায়, সোফিয়াকে ধর্ষণ পর্যন্ত করেন। সোফিয়া জানিয়েছেন, ভ্ল্যাড আসলে বড়মাপের চোর। বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে তার নাম। এমনকি এই কলহের মধ্যে গর্ভে থাকা সোফিয়ার সন্তানও নষ্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই সোফিয়া। বুঝতে পেরেছেন তার পুরো ভালোবাসাটাই অপব্যবহার হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

