স্পোর্টস ডেস্ক:
চলতি আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ৭ ম্যাচ খেলে মাত্র দুইটিতে জিতেছে। একই ফলাফল তিনবারের ফাইনালিস্ট দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুরও। পয়েন্ট তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে দলদুটি। লিগ পর্বের অর্ধেক পেরিয়ে এসেছে তারা। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে সামনের ৭ ম্যাচের ৬টিই জিততে হবে। খাদের কিনারায় থেকে মঙ্গলবার বেঙালুরুর ঘরের মাঠ এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে দল দুইটি মুখোমুখি হবে রাত সাড়ে ৮টায়।
মুম্বাইয়ের অন্যতম পারফর্মার বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দলের প্রথম ছয় ম্যাচই খেলেছেন। ডেথ ওভারে ভাল বল করে নজর কেড়েছেন। ৭টি উইকেটও পেয়েছেন। তারপরও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দল তাকে বসিয়ে রেখেছিল। তার বদলে নামা অস্ট্রেলিয় পেসার বেন কাটিংয়ের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। তারপরও মুম্বাই তাদের উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ তো থাকছেই।
এখন পর্যন্ত ঘরের মাঠে ৫টি ম্যাচ খেলেছে বেঙালুরু। যার চারটিতেই হেরেছে দলটি। হোম কন্ডিশনকে দলটি কাজে লাগাতে পারছে না তা বোঝাই যাচ্ছে। সর্বশেষ ম্যাচে তারা হেরেছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। বেঙালুরুর মূল দুশ্চিন্তার কারণ নির্বিষ বোলিং। এ কারণেই বারবার পিছিয়ে পড়ছে দলটি।
চলতি আসরে এর আগেও দুই দল মুখোমুখি হয়েছে। সে ম্যাচে ২১৩ রানের বিশাল সংগ্রহ গড়ে ম্যাচটি ৪৬ রান জিতেছিল মুম্বাই। এখন দলটির সামনে তাড়না প্লে অফের আশা বাঁচিয়ে রাখা। এর আগেও ২০১৫ সালে মুম্বাই শেষ ১০ ম্যাচের ৯টি জিতে শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল। এবারও এমন কিছু প্রয়োজন মোস্তাফিজদের।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

