১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৬

মিমিকে বাদ দিয়ে রুক্মিণী

বিনোদন ডেস্ক:

চ্যাম্প, ককপিট ও কবীর— কলকাতার নায়িকা রুক্মিণী মৈত্রের ক্যারিয়ারে এখনো পর্যন্ত তিনটা ছবি। আর সবকটিতেই বিপরীতে ‘বিশেষ বন্ধু’ দেব। এ নিয়ে বহু প্রশ্ন শুনতে হয়েছে নায়িকাকে। আনন্দবাজার পত্রিকা জানায়, দেব যখন পরের ছবি ‘হইচই আনলিমিটেড’-এর কথা ঘোষণা করেন, তখন জানা যায় মাল্টিস্টারার সে ছবিতে রুক্মিণী নেই।

রুক্মিণী নিজেও হয়তো ভেবেছিলেন, এবার বিভিন্ন প্রশ্নের থেকে তার রেহাই মিলল। কিন্তু না! টলিপাড়ায় হঠাৎই শোনা যাচ্ছে, মিমির জায়গায় নাকি রুক্মিণীকে কাস্ট করা হবে। সত্যি নাকি? পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় সত্যিই কি মিমির বদলে রুক্মিণীকে কাস্ট করছেন? প্রশ্নটা শুনে অনিকেত বললেন, ‘মিমির সঙ্গে কিছু সমস্যা হচ্ছে। হয়তো সেই সমস্যা মিটেও যাবে। আর যদি না মেটে মিমির জায়গায় অন্য যে নায়িকাই করুন না কেন, চরিত্রটি রুক্মিণী করবে না।’

জানা গিয়েছিল, ‘হইচই আনলিমিটেড’-এ এক ধনী শিল্পপতির মেয়ের চরিত্রে অভিনয় করবেন মিমি। তার স্বামীর চরিত্রে দেব। যিনি নাকি ঘরজামাই। অভিনব একটি ভিডিও তৈরি করে ‘হইচই আনলিমিটেড’-এর ঘোষণা করেছিলেন দেব। সেখানে ছবির অভিনেতা-অভিনেত্রীরা হাজির ছিলেন। রুক্মিণী এ ছবিতে অভিনয় না করলেও তাকে ওই ভিডিওতে দেখা গিয়েছিল। তা নিয়েও প্রশ্ন ওঠেছিল।

এবার দেখার পরিচালকের দাবি কতটা সত্যি হয়। মিমি নিজেই অভিনয় করবেন, নাকি তার বদলে আসবেন রুক্মিণী বাদে অন্য কোনো অভিনেত্রী?

প্রকাশ :মে ১, ২০১৮ ১০:১৬ পূর্বাহ্ণ