১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

রাজধানীতে মে দিবসের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:

মহান মে দিবস উপলক্ষে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে রাজধানীতে র‌্যালি হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে পলন্টনের দৈনিক বাংলার মোড় থেকে র‌্যালি বের হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ