বিনোদন ডেস্ক:
লোকধারার গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর পথ ধরেই গানের আঙিনায় আসছেন তার কন্যা এলমা সিদ্দিকী। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দুটি গান ও মিউজিক ভিডিও’র অ্যালবাম নিয়ে। অভিষেক অ্যালবামের শিরোনাম ‘ভালোবাসার পরে’। আগামী সপ্তাহেই এটি প্রকাশ হচ্ছে বাংলাঢোলের ব্যানারে।
এলমার জন্য দুটি গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। এর মধ্যে ‘বারুদমাখা ঘরে’ গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সংগীতায়োজন করেছেন কিশোর। অন্যদিকে ‘আমি কি আর’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্লাবণ কোরেশী ও পংকজ।
অভিষেক অ্যালবাম প্রসঙ্গে এলমা বলেন, ‘২০১২ সাল থেকে অ্যালবাম করার পরিকল্পনা চলছিলো। বাবা কিংবা আমি এ ব্যাপারে তাড়াহুড়ো করতে চাইনি। বাবা ব্যস্ত ছিলেন। আমিও চাপ দিইনি। স্বতঃস্ফুর্তভাবে কাজটা এগিয়েছে। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আনন্দিত হতেন।’
এলমা জানান, লোক গান দিয়ে আত্মপ্রকাশ করলেও তিনি ভালো মানের গানে বিশ্বাসী, সেটি যে ঘরানারই হোক না কেন। তার বিশ্বাস ‘ভালোবাসার পরে’ শ্রোতাদের মনে জায়গা করে নেবে।
দৈনিক দেশজনতা/এন এইচ