১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৮

মক্কায় মসজিদ বানানো হবে মোহামেদ সালাহর নামে

স্পোর্টস ডেস্ক:

পবিত্র ভূমি মক্কায় জমি পাচ্ছেন লিভারপুল তারকা সালাহ, এটা পুরনো খবর। আর নতুন খবর হল সম্ভব হলে মক্কায় তার নামে মসজিদও বানানো হবে। এমন ইচ্ছার কথাই জানিয়েছেন পবিত্র নগরীর স্থানীয় প্রশাসনের সহ-সভাপতি ফাহাদ আল রওকি।

সৌদি অনলাইন পত্রিকা সাবক’কে নিজের ইচ্ছার কথা জানিয়ে ফাহাদ আল রওকি বলেন, ‘জমির ধরণ নিয়ে পছন্দ-অপছন্দের বিষয় রয়েছে। রয়েছে সৌদি সরকারের নিয়ম। প্রথমত, সৌদি নিয়মানুসারে অধিনায়ক সালাহকে কী ধরনের জমি দেয়া যাবে কিংবা দেয়া যাবে কি না, সেটা নিশ্চিত হওয়া। যদি সৌদি নিয়ম অনুসারে জমি দেয়ার কোনো সুযোগ থাকে, তাহলে মসজিদুল হারামের ঠিক বাইরেই সালাহের জন্য সেই একখণ্ড জমির স্থান নির্ধারণ করা হবে। কিংবা, এমনও হতে পারে, যদি সৌদি সরকারের নিয়মানুসারে জমি দেয়া না যায়, তাহলে মোহামেদ সালাহের নামে একটি মসজিদ নির্মাণ করা হবে।’

লিভারপুলের হয়ে নিজের প্রথম মৌসুমেই ফুটবল দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন মোহামেদ সালাহ। উয়েফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেই তার স্বীকৃতি দেয়া হয়েছে। এখনও পর্যন্ত লিভারপুলের হয়ে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৪৩ গোল এবং ১৩টি করেছেন অ্যাসিস্ট। যে কারণে, প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।

মোহামেদ সালাহ হলেন টানা তৃতীয় মুসলিম ফুটবলার, যারা টানা তিন বছর প্রিমিয়ার লিগের বর্ষসেরার পুরস্কার জিতেছেন। ২০১৫-১৬ মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন লেস্টার সিটির আলজেরিয়ান ফুটবলার রিয়াদ মাহারেজ। ২০১৬-১৭ মৌসুমে পুরস্কারটা উঠেছিল চেলসির ফ্রেঞ্চ ফুটবলার এনগোলা কান্তের হাতে। এবার উঠলো লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহ’র হাতে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৮ ১১:০৭ পূর্বাহ্ণ