১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

আইপিএলে নতুন কীর্তি গড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

কিছুদিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাঁ-হাতি বোলার হিসেবে ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব। শুধু তাই নয় দ্বিতীয় বোলার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটে কমপক্ষে ৪ হাজার রান ও ৩০০ উইকেট শিকারের কীর্তিটিও নিজের করে নিয়েছেন এই অলরাউন্ডার। এবার আইপিএলে ৫০ উইকেটের নতুন কীর্তি গড়লেন এই স্পিনার।

বৃহস্পতিবার পাঞ্জাবের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মায়াঙ্ক আগারওয়ালকে মানিশ পান্ডের ক্যাচ বানিয়ে আইপিএলে নিজের পঞ্চাশতম ম্যাচে উইকেটের হাফ সেঞ্চুরি পূরণ করেন সাকিব। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বাইরের যে কোন টুর্নামেন্টে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। শুধু তাই নয় আইপিএলে সব মিলিয়ে ৪৫তম ও বিদেশি ১৭তম বোলার হিসেবে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।

গত ছয় আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবারের আসরে হায়দরাবাদে নাম লিখিয়েছেন সাকিব। চলতি আসরে দলটির হয়ে ৭ ম্যাচে মাঠে নেমে উইকেট নিয়েছেন ৮টি। আর ব্যাট হাতে রান করেছেন ১১৭।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৮ ১০:৫৭ পূর্বাহ্ণ