৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫

রবীন্দ্রসংগীতে এই প্রথমবার শফিক তুহিন

বিনোদন প্রতিবেদক :

গানের জগতে আসার পর একটা ইচ্ছে ছিল, কবিগুরুর গান গাইবেন তিনি। কিন্তু হয়নি এতদিন। অবশেষে একটু বিলম্বে হলেও ইচ্ছে পূরণ হলো। প্রথমবারের মতো রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিলেন শফিক তুহিন।

চলতি সপ্তাহে রবীন্দ্রসংগীত ‌‘তোমার সুরের ধারা’ গানটি গেয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন রাফি। আসছে রবীন্দ্র জয়ন্তিতে (২৫ বৈশাখ) এটির অডিও-ভিডিও প্রকাশ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে চান শফিক তুহিন।

শফিক তুহিন জানালেন, ‘শিগগিরই এর ভিডিও নির্মাণ শুরু হবে। এখন চলছে ভিডিওর পরিকল্পনা। গানটির অডিও এবং ভিডিও ২৫ বৈশাখ উপলক্ষে শিগগিরই প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।’

প্রকাশ :মে ৩, ২০১৭ ৭:০৫ অপরাহ্ণ