২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

মেসেঞ্জার হবে আরো মজার, ফেসবুক আনছে ‘ইনস্ট্যান্ট গেমস’

অনলাইন ডেস্ক:

নতুন এক ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। গতকাল এক ঘোষণায় তারা জানায়, মেসেঞ্জারে ইনস্ট্যান্ট গেমস এর ব্যবস্থা চলে আসবে শিগগিরই। গোটা পৃথিবীজুড়ে ১.২ বিলিয়ন ব্যবহারকারী এ সেবা পাবেন। গত মাসে ফেসবুকের ডেভেলপারদের এফ৮ কনফারেন্সে এ কথা জানায় সোশাল মিডিয়া জায়ান্ট। আগামী কয়েক সপ্তাহর মধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে পৌঁছে যাবে ইনস্ট্যান্ট গেমস।

মেসেঞ্জারে গেমসের জন্য যে ফিচার যোগ হবে তা দারুণ সমৃদ্ধ থাকবে। ইনস্ট্যান্ট গেমসে থাকবে টার্ন-বেজড গেমপ্লে, লিডারবোর্ড এবং টুর্নামেন্ট। এটা নিয়ন্ত্রণ করবে গেম বোটস। এই রোবট ব্যবহারকারীদের পছন্দের গেম বেছে নিতে সহায়তা করবে। প্রতিযোগিতার যেকোনো আপডেটের তথ্য দেবে।

এই ফিচারের সুবিধা পেতে প্রথমবারের মতো ‘জিনগাস ওয়ার্ল্ডস উইথ ফ্রেন্ডস’ দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে সমৃদ্ধ ফিচার ও টার্ন-বেজড গেমটি মেসেঞ্জারে দেওয়া হয়েছে।

ফেসবুক আরো জানায়, তবে গেমসের সর্বোচ্চ সুবিধা পেতে দেখতে হবে আপনি কোন ধরনের স্মার্টফোন ব্যবহার করছেন। যত ভালো ফোন, তত বেশি মজা। আশা করা হচ্ছে এটাকেই বিশ্বের সেরা গেমের উৎসে পরিণত হবে।

প্রকাশ :মে ৩, ২০১৭ ৬:২৩ অপরাহ্ণ