বিনোদন ডেস্ক:
টিভি পর্দার পরিচিত মুখ মাসুমা রহমান নাবিলা। উপস্থাপিকা হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবেও পরিচিত পান। বিয়ে করছেন তিনি- এ ঘোষণা দিয়েছেন আগেই। এবার তারই বাস্তবায়ন হচ্ছে। ২৩ এপ্রিল হয়ে গেল তার গায়ে হলুদ। পাত্র জোবায়দুল হক, পেশায় ব্যবসায়ী। আগামীকাল আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে বলে জানিয়েছেন তিনি। ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।
বিয়ের পরই স্বামীর সঙ্গে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাবেন নাবিলা। তবে এটা হানিমুন নয়। স্বামী অফিসের কাজে গেলেও নাবিলা যাবেন তার সঙ্গে। হানিমুনের সময় পরে বের করে নেবেন বলে জানিয়েছেন তিনি। নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে দেশে ফিরে আসেন। পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

