২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৯

অবমাননামূলক মামলায় স্থগিতাদেশ: স্বস্তিতে সালমান

বিনোদন ডেস্ক:

অবমাননামূলক মন্তব্যের মামলায় আপাতত স্বস্তি সালমান খানের। বাল্মিকী সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ সংক্রান্ত মামলার প্রক্রিয়া ও তদন্তে স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ জানায়, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারের সময় সালমান বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

এই মামলায় সালমানের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এনকে কাউলের আর্জির ভিত্তিতে স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রকে নিয়ে গঠিত একটি বেঞ্চ। কাউল বলেন, ‘অভিনেতার বিরুদ্ধে দিল্লি, গুজরাট, রাজস্থান ও মুম্বাইয়ে কিছু মামলা দায়ের হয়েছে। বেঞ্চ ওই মামলাগুলো সম্পর্কে বিশদে জানাতে বলে এবং ওই মামলাগুলো সংক্রান্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়।’

এদিকে কিছুদিন আগে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমানের ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয় যোধপুর আদালত। অবশ্য দুইদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান এ অভিনেতা। এছাড়া গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে ‘রেস থ্রি’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং করছেন সালমান। শিগগিরই শুরু হচ্ছে নতুন সিনেমা ‘ভারত’-এর দৃশ্যায়ন।

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ