১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৪

নাটকে ব্যস্ত মোনালিসা

বিনোদন ডেস্ক:

আবারো অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেল-অভিনেত্রী মোনালিসা। এবার দুইবছর বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। বর্তমানে ‘আমরা ভিনদেশী তারা’ নামের একটি নাটকে অভিনয় করেছেন মোনালিসা। রাইমা ইসলাম শিমুর নির্দেশনায় তার বিপরীতে অভিনয় করছেন আফরান নিশো। রোববার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শুরু হয়েছে শুটিং, চলবে আরো কয়েকদিন। প্রচার হবে ঈদুল ফিতরে।

‘আমরা ভিনদেশী তারা’র গল্পটা ভালো লেগেছে জানান মোনালিসা। তার হাতে রয়েছে আরো কয়েকটি নাটক-টেলিফিল্মের প্রস্তাব। পাশাপাশি দেখা যাবে নতুন বিজ্ঞাপনেও। ১২ এপ্রিল দেশে ফিরেন মোনালিসা। দু’দিন বিশ্রামের পর বৈশাখের দিন প্রকাশ্যে আসেন তিনি। যোগ দেন নববর্ষের কয়েকটি আয়োজনে। টেলিভিশন ও রেডিওর অনুষ্ঠানেও অংশ নেন।

২০১২ সালের শেষদিকে বিয়ে করেন মোনালিসা। এর কয়েক মাস পর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কয়েক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ ঘটলেও বর্তমানে সেই দেশেই আছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রসাধনী সামগ্রী সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান সেফোরার বিউটি অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন মোনালিসা। বিশেষ দিবসে স্থানীয় বাংলা টেলিভিশনের অনুষ্ঠানে দেখা যায় তাকে। সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালনও করেন।

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ১২:৫৬ অপরাহ্ণ