১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

জুটি হলেন পূর্ণিমা ও নোবেল

বিনোদন ডেস্ক:

ফের জুটি বাঁধলেন জনপ্রিয় মডেল ও তারকা জুটি পূর্ণিমা ও নোবেল। এই দুই তারকা একসঙ্গে জুটি হয়ে অভিনয় করলেন একটি বিজ্ঞাপনে। উত্তরায় অবস্থিত একটি শপিংমলের বিজ্ঞাপন এটি। নির্দেশনা দিচ্ছেন রানা মাসুদ। উত্তরায় শুক্রবার থেকে শুরু হয়েছে বিজ্ঞাপনটির শুটিং। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে নোবেল বলেন, আগে থেকেই আমি বেছে বেছে কাজ করি। তার ধারাবাহিকতা এখনও রয়েছে। এখন যে বিজ্ঞাপনটিতে কাজ করছি সেটির কনসেপ্টটি ভালো লেগেছে।

পূর্ণিমা বলেন, নোবেল ভাইয়ের সঙ্গে আগেও কাজ করা হয়েছে। বিজ্ঞাপনটির গল্প ভালো। ভালো গল্প বলেই আমরা একসঙ্গে বিজ্ঞাপনটি করছি।’ বিজ্ঞাপনটি শিগগিরই দেশের সবকটি চ্যানেলে একযুগে প্রচার হবে বলে জানিয়ছেন নির্মাতা।

নোবেল উৎসবকেন্দ্রিক নাটকগুলোতে মাঝে মাঝে অভিনয় করতে দেখা যায় তাকে। দেশের শীর্ষ এক মুঠোফোন প্রতিষ্ঠানের বড় দায়িত্বও পালন করছেন। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা ব্যস্ত রয়েছেন উপস্থাপনা দিয়ে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ১১:২৭ পূর্বাহ্ণ