১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কলকাতাকে হারাল পাঞ্জাব

নিজস্ব প্রতিবেদক:

দুই ওপেনার লোকেশ রাহুল ও ক্রিস গেইলের ঝড়ে জয়ের দিকে দ্রুত গতিতেই এগুচ্ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এর মধ্যে বৃষ্টির হানা কলকাতার ইডেন গার্ডেন্সে। পাঞ্জাবের রান তখন ৮.২ ওভারে ৯৬। ঘণ্টাখানেক বন্ধ থেকে খেলা যখন আবার শুরু হল, ডি/এল মেথডে পাঞ্জাবের জন্য নতুন লক্ষ্য স্থির হল ১৩ ওভারে ১২৫ রান। অনেকটা সহজ ও ছোট হয়ে পড়া লক্ষ্যে ১১ বল বাকি থাকতেই প্রতিপক্ষের মাঠে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে পাঞ্জাব। এর মধ্যে লোকেশ রাহুলের উইকেটটি অবশ্য হরায় তারা। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে কলকাতা নাইট রাইডার্স।

এদিন ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন গেইল ও লোকেশ। সুনিল নারিনের বলে আউট হওয়ার আগে মাত্র ২৭ বলে ৬০ রান করেন লোকেশ। মেরেছেন ৯টি চার ও ২টি ছক্কা। এরপর মায়ানক আগারওয়ালকে নিয়ে দলকে জয় এনে দেন গেইল। ৩৮ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন তিনি। মেরেছেন ৬টি ছক্কা ও ৫টি চার। অন্যদিকে মায়ানক অপরাজিত থাকেন ২ রানে। ২৩ রানে ১ উইকেট নিয়েছেন নারিন।

 এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে স্বাগতিক কলকাতা। এদিন ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে নেমে সুনিল নারিন খুব বেশি সুবিধা করতে পারলেন না। ব্যক্তিগত ১ রান করেই বিদায় নেন। কেকেআরের রান তখন ৬। এরপর রবিন উথাপ্পাকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন লিন। উথাপ্পা ২৩ বলে ১ ছক্কা ও ৫ চারে ৩৪ রান করে ফিরেন।

তবে লিন উইকেটে পড়ে থেকে তাণ্ডব চালালেন পাঞ্জাব বোলারদের ওপর। আগের দুই ম্যাচের ম্যাচ সেরার পুরস্কার পাওয়া নিতিশ রানা ৩ রানের বেশি করতে পারলেন না। দিনেশ কার্তিক লিনের সঙ্গে যোগ দিলেন চতুর্থ উইকেটে। এই জুটি ৬২ রান করে। লিন ৪১ বলে ৪টি ছক্কা ও ৬ চারের সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলেছেন। কার্তিক ২৮ বলে ৬টি চারের সাহায্যে করেছেন ৪৩ রান। কেকেআরের স্কোরটা আরো বড় হতে পারত। শেষ দুই ওভারে ২ উইকেট হারিয়ে দলটি যোগ করে মাত্র ১১ রান। পাঞ্জাবের পক্ষে বারিন্দর স্রান ও আন্দ্রে টাই নিয়েছেন সর্বোচ্চ ২টি করে উইকেট।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ৯:১৬ অপরাহ্ণ