১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

নীল অপরাজিতার প্রেম

বিনোদন ডেস্ক:

কোনো জিনিসের প্রতি আগ্রহী হলে শেষ না দেখে ছাড়ে না নীল। ইদানীং তার শখ হয়েছে দ্রুতগতির ট্রেনের ছবি আঁকার। তাই ট্রেন চেপে মফস্বলের একটি রেলওয়ে স্টেশনে চলে যায়। এভাবে শুরু ‘নীল অপরাজিতা’র গল্প।  শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি। মহিউদ্দীন আহমেদের রচনায় পরিচালনা করেছেন পারভেজ আমিন। অভিনয় করেছেন সজল নূর, সালহা খানম নাদিয়া, খায়রুল আলম সবুজ, সুজাত শিমূল প্রমূখ।এরপর দেখা যায়, নানান পরিপ্রেক্ষিত থেকে ট্রেনের ছবি আঁকে নীল। একদিন রেললাইন ধরে কলেজ পড়ুয়া একটি মেয়ে আসে। নীলের সাথে পরিচিত হয়। মেয়েটি ফুলের মতোই দেখতে। নাম অপরাজিতা। প্রথম দেখাতেই নীলের প্রেমে পড়ে যায় সে।কলেজ অধ্যাপক বাবা মোজাম্মেল হোসেনকে নীলের প্রতি মুগ্ধতার কথা বলে অপরাজিতা। মেয়ের কথা শুনে বাবা ভীষণ অবাক হন। কেননা এক বছর আগে কানাডা প্রবাসী আদনানের সাথে অপরাজিতার বাগদান হয়েছে। কদিন পরেই তাদের বিয়ে হবে। যদিও অপরাজিতা ওসব শুনতে চায় না। বাবাকে জানিয়ে দেয়, সে নীলকেই বিয়ে করবে। এভাবে এগিয়ে যায় গল্প।

প্রকাশ :মে ৩১, ২০১৭ ১:৪২ অপরাহ্ণ