১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

শিক্ষার্থীকে হত্যা চেষ্টা পবিপ্রবি ছাত্রলীগের।

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমনসহ ১২ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর পিতা।
পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী আল আমিন হোসেনের পিতা মো. আজিজ শিকদার বাদি হয়ে মঙ্গলবার পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (১ম) মামলাটি দায়ের করেন। ওই আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুমকি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন-পবিপ্রবির শিক্ষার্থী কাওছারুজ্জামান সুমন (কৃষি, ৭ম সেমিস্টার), বাদল শীল (দুর্যোগ ব্যবস্থাপনা, ৭ম সেমিস্টার), আরাফাত ইসলাম সাগর (দুর্যোগ ব্যবস্থাপনা, ৩য় সেমিস্টার), আরিফুল ইসলাম (দুর্যোগ ব্যবস্থাপনা, ৩য় সেমিস্টার), গোলাম রব্বানী সুহৃদ (কৃষি, ৫ম সেমস্টিার), সৌরভ কর্মকার (দুর্যোগ ব্যবস্থাপনা, ৭ম সেমিস্টার), শাকিল বারী তানিম (বিবিএ, ৭ম সেমিস্টার), এসএম সাব্বির (ভূমি ব্যবস্থাপনা, ৩য় সেমিস্টার), মিরাজ হোসেন (দুর্যোগ ব্যবস্থাপনা, ৭ম সেমিস্টার) , কামরুল হাসান মুন্না (শ্রীরামপুর, দুমকি) ও মো. রিয়াজ হোসেন (কৃষি, ৩য় সেমিস্টার)।
বাদির আইনজীবী নিজাম উদ্দিন হেলালী জানান, পবিপ্রবির শিক্ষার্থী আল আমিনকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার অভিযোগে তার পিতা মো. আজিজ শিকদার বাদি হয়ে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (এম.পি-৪৫৫) দায়ের করলে আদালত দুমকি থানার ওসিকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২১ মে সন্ধ্যায় পবিপ্রবির ২য় গেট এলাকায় আসামিরা রড, রামদা ও লোহার পাইপ নিয়ে হত্যার উদ্দেশ্যে আল আমিনের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এসময় আল আমিনের বন্ধু-বান্ধবরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তদের ওপর হামলা চালায় আসামিরা। হামলাকারীরা আল আমিনের গলায় থাকা ১টি স্বর্ণের চেইন, হাতে থাকা ১টি স্বর্ণের আংটি ও নগদ টাকাসহ মোট ১ লক্ষ ১৮ হাজার টাকার মালামাল নিয়ে বীরদর্পে চলে যায়। রক্তাক্ত অবস্থায় আল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয়দের নিয়ে আপত্তিকর মন্তব্যের জের ধরে ২১ মে সন্ধ্যায় স্থানীয় (পবিপ্রবিতে অধ্যয়নরত দুমকি উপজেলার বাসিন্দা) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় এক সাংবাদিকসহ মোট ১০ জন আহত হয়। ধারালো অস্ত্রের আঘাতে আল আমিন হোসেনের কান কেটে যায়। পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমনের প্রত্যক্ষ মদদে হামলার ঘটনা ঘটেছে বলে আহতদের অভিযোগ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩১, ২০১৭ ১:৩৭ অপরাহ্ণ