১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

মুখ খুললেন বিপাশা

বিনোদন ডেস্ক:

২০১৫ সালে মুক্তি পেয়েছিল তার সর্বশেষ ছবি ‘অ্যালোন’। এ ছবির কো-আর্টিস্টকেই অবশেষে বিয়ে করেছেন বিপাশা বসু। বিয়ের পর বেশ সুখেই দিনযাপন করছেন বিপাশা-করণ। বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন তারা। এরই মধ্যে অনেক নতুন ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। গত প্রায় আড়াই বছর ধরে এমনভাবেই যাচ্ছে এ তারকার সময়।

তাহলে কি বলিউডে আর ফিরবেন না বিপাশা? এমন প্রশ্ন ঘুরপাক খায় তার ভক্তদের মনে। এদিকে কদিন আগেই খবর ছড়িয়ে পড়ে বিপাশা বসু মা হতে চলেছেন। কিন্তু সেটাকে নিছকই গুজব বলে উড়িয়ে দেন নায়িকা। তবে বলিউডে ফেরা না ফেরা নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ নায়িকা। বিপাশা এ বিষয়ে বলেন, আমি জানি আমার ভক্তরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। আসলে আমি ইচ্ছে করেই একটা দীর্ঘ বিরতি নিয়েছি। এ সময়টা কেবল নিজের জন্য রেখেছিলাম। তবে আমি যেহেতু বলিউডে কাজ করেই আজকের বিপাশা, তাই এই জগৎকে কখনো বিদায় জানাতে পারবো না। আমি চলতি বছরই নতুন ছবি নিয়ে ফিরবো। সে সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। তবে আমার ভক্তদের জন্য চমক নিয়েই ফিরবো।

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১:০৯ অপরাহ্ণ