১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

দক্ষিণ আফ্রিকায় ব্যাপক বিক্ষোভ: আটক ৯

আন্তর্জাতিক ডেস্ক:

কর্মসংস্থান, আবাসন সমস্যা ও দুর্নীতি অবসানের দাবিতে দক্ষিণ আফ্রিকায় ব্যাপক বিক্ষোভ চলছে। তারই জের ধরে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা লন্ডনে কমনওয়েলথ সম্মেলন শেষ না করেই দেশে ফিরে গেছেন।

বুধবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্টের প্রাদেশিক প্রধানমন্ত্রী সুপ্রা মাহুমাপেলোর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দোকানপাট লুট হয়েছে এবং সড়ক অবরোধ ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি পুলিশ ৯ বিক্ষোভকারীকে আটক করেছে।

এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘নর্থ ওয়েস্ট প্রদেশের পরিস্থিতির প্রতি মনোযোগ দিতে প্রেসিডেন্ট তার কমনওয়েলথের রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দেওয়া উপলক্ষে লন্ডনে তার সফরসূচি কাঁটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন।’

উল্লেখ্য, প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্য হচ্ছেন সুপ্রা মাহুমাপেলো। বিবিসি

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১:০৭ অপরাহ্ণ