১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

অতিথি ফারিয়া-প্রীতম

বিনোদন ডেস্ক :

নুসরাত ফারিয়া নায়িকা হিসেবেই পরিচিত। এবার গায়িকা হয়েও দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘পটাকা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন এই নায়িকা। গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। সুর-সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানে কাজ করার পর এবার একসঙ্গে আড্ডা দিতে হাজির হবেন ফারিয়া-প্রীতম।

সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষদের রঙ্গিন জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ‘চতুরঙ্গ’ অনুষ্ঠানটি। আজ শনিবার রাত ১১টায় এতে সরাসরি আড্ডা দিতে হাজির হবেন এই দুই তারকা। অনুষ্ঠানটি নিয়মিত সঞ্চালনা করেন মজুমদার জুয়েল, শোভন আরেফ ও ফাহমিদা শম্পা। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সুমন সাহা।

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ