১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

দীপিকার সাফল্যে গর্বিত প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:

দীপিকার সময়টা খুবই ভালো যাচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা আর ভালোবাসার বার্তায় ভরে যাচ্ছে এই বলিউড লাস্যময়ীর জীবন। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে উঠে এসেচে দীপিকার নাম। এখন তিনি গ্লোবাল তারকা।  ‘পদ্মাবত’ তারকার সাফল্যকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরেক আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা টুইটারে বলেন, আমার বন্ধু দীপিকা পাড়ুকোন এবং বিরাট কোহলির জন্যে আমি খুবই সুখী এবং গর্বিত। অনেক বড় করে অভিনন্দন জানাচ্ছি এবং এটা তাদের প্রাপ্য ছিল।  ২০১৬ সালে কিন্তু পৃথিবীর প্রভাবশালী ১০০ জনের তালিকায় প্রিয়াঙ্কা ছিলেন।  ভালোবাসা জানিয়েছেন ‘ত্রিপল এক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেজ’ মুভির সহ অভিনেতা ভিন ডিজেল। তিনি লিখেছেন, বিনোদন জগতে আমরা বিশেষ ক্ষেত্রে আটকে যাই। গুটিকয়েক বাজারে আমরা সেঁটে থাকি। কিন্তু দীপিকা অনেক কিছু দিতে পারে এই পৃথিবীকে। সে কেবল ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করে না, সে বিশ্বকে প্রতিনিধিত্ব করে।
কর্মপরিমণ্ডল, উদ্ভাবন এবং অর্জনের ভিত্তিতে প্রভাবশালী ব্যক্তিত্ব নির্ধারণ করা হয়। এ বছর যারা তালিকায় স্থান পেয়েছেন তারা হলেন নিকোল কিডম্যান, গাল গ্যাডট, গ্রেটা গেরউইগ এবং লিনা ওয়েথে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :এপ্রিল ২১, ২০১৮ ১০:২১ পূর্বাহ্ণ