নিজস্ব প্রতিবেদক:
এবার রাজধানীর বনানীতে বাসের চাপায় রোজিনা নামে এক নারী গৃহকর্মী পা হারিয়েছেন। গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে বলে বনানী থানার ওসি ফরমান আলী জানিয়েছেন। আহত নারীকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে রোজিনা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই তার একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে বাদ দেওয়া হয়েছে। আরেক পায়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালের পরিচালক গণি মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন, বাসের চাপায় ওই নারীর এক পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। ওসি ফরমান আলী বলেন, ওই নারী ফুটপাথ থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল (ঢাকা মেট্রো-ব-১১-৫৭৩৩) বাস তাকে ধাক্কা দেয়। পুলিশ সদস্যরা উদ্ধার করে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। বিআরটিসির ওই বাস এবং তার চালক শফিকুলকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন রোজিনা। তার ডান পা ঊরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ইশতিয়াক রেজা জানান। তিনি বলেন, রোজিনা তার বাসার গৃহকর্মী। ঘটনাস্থলেই তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আরেক পায়ের বিষয়ে ডাক্তাররা কিছু বলেননি। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচানোর চেষ্টা করছেন ডাক্তাররা। রোজিনার বাবার নাম রসুল মিয়া। ময়মনসিংহের ধোবাউরার ঘোষগাঁওয়ে তার গ্রামের বাড়ি।
দৈনিকদেশজনতা/ আই সি