১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

আলমোডোভারের সিনেমায় ব্যান্ডেরাস-ক্রুজ

বিনোদন ডেস্ক:

নতুন সিনেমার ঘোষণা দিলেন বিখ্যাত স্পেনিশ নির্মাতা পেড্রো আলমোডোভার। আবারো তার নির্দেশনা দেখা যাবে জনপ্রিয় তারকা অ্যান্টোনিও ব্যান্ডেরাস ও পেনেলোপি ক্রুজকে। এ খবর দিয়েছে হলিউড রিপোর্টার। নতুন সিনেমাটির ইংরেজি শিরোনাম ‘পেইন অ্যান্ড গ্লোরি’। নির্মাণ শুরু হবে জুলাইয়ে।

এ সিনেমায় আরো থাকছেন আলমোডোভারের সঙ্গে আগে কাজ করেছেন এমন একঝাঁক তারকা। একে শুধু সিনেমা নয়, রিইউনিয়নও বলা যায়। এতে উঠে আসবে ষাট, আশি ও এ দশকের গল্প। থাকছে ভালোবাসা, মাতৃত্ব ও নৈতিকতার জটিল বিন্যাস। একাডেমি অ্যাওয়ার্ড জয়ী ‘অল অ্যাবাউট মাই মাদার’ সিনেমার জন্য আলমোডোভার খুবই পরিচিত। এটি পেয়েছিল সেরা বিদেশি চলচ্চিত্রের পুরস্কার। এছাড়া ‘টক টু হার’ লাভ করে মৌলিক চিত্রনাট্যের জন্য পুরস্কার।

২০১৩ সালে মুক্তি পাওয়া আলমোডোভারের সিনেমা ‘আই অ্যাম সো এক্সসাইটেড’-এ অভিনয় করেছিলেন ব্যান্ডেরাস ও ক্রুজ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৯, ২০১৮ ১:১৩ অপরাহ্ণ