১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

পাকিস্তান সীমান্তে সেনা তৎপরতা বাড়াচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের লোকসভা ভোটের আর এক বছরও বাকি নেই। এ নিয়ে দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখন পাক-ভারত সীমান্তেও নিয়ন্ত্রণ রেখা জুড়ে শুরু হয়েছে বড় মাপের সেনা তৎপরতা। বিশেষভাবে তৈরি থাকতে বলা হয়েছে বিমান সেনাদের। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভোটের মুখে সেনাদের ওই সাজো সাজো রবে প্রশ্ন উঠছে, তবে কি ভোটের আগে পাকিস্তানের সঙ্গে ছোট মাপের হলেও সংঘর্ষে যেতে চাইছে নরেন্দ্র মোদির সরকার। স্বরাষ্ট্র থেকে প্রতিরক্ষা— সব মন্ত্রণালয় অবশ্য একে রুটিন বিষয় বলে এড়িয়ে গেছে।

কেন্দ্রীয় সরকার বলছে, গরম পড়তেই গোটা ৭৭৮ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা জুড়েই জারি হয়েছে সতর্কতা। এটি হলো আগাম সতর্কতা। কারণ পাহাড়ে বরফ গলতেই ভারতে জঙ্গি ঢোকাতে ফের সক্রিয় হয়ে উঠেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। পেছন থেকে সাহায্য করছে পাক সেনাও। জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করতে সীমান্তে ভারতীয় চৌকি নিশানা করে মর্টার হামলা চালানো হচ্ছে। পাল্টা জবাব দিতেই নিয়ন্ত্রণ রেখা ও সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে সেনার সংখ্যা ও অস্ত্রসম্ভার। পিছিয়ে নেই পাকিস্তানও। সে দেশের কোটলি, মিরপুর, এমনকি রাওয়ালপিন্ডি থেকেও পূর্ব প্রান্তে সেনা পাঠানো শুরু করেছে ইসলামাবাদ।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্র রুটিন বিষয় বললেও শাসক শিবিরের একাংশ বলছে, লোকসভার আগে জাতীয়তাবাদের আবেগ উস্কে দিতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার বড় মাপের কোনও অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান সেনা তৎপরতা সেই প্রস্তুতির অঙ্গ। এমন অভিযানের মূল লক্ষ্যই হবে পাক এলাকার জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলিকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া। দীর্ঘদিন ধরে ওই দাবি রয়েছে বিজেপির অন্দরে।

দলটি মনে করে, ওপারের জঙ্গি শিবির ধ্বংস করা গেলে দেশের লাভ, ফায়দা দলেরও। লোকসভা ভোটেও তার সুফল মিলবে। তবে পাল্টা হামলার আশঙ্কাও থাকছে। বিশেষ করে, পাকিস্তান যেখানে পরমাণু শক্তিধর দেশ। আগাম সতর্কতা হিসেবে তাই বিশেষভাবে তৈরি থাকতে বলা হয়েছে বিমানবাহিনীর ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডকেও। তাদের অধীনে থাকা এলাকায় ১৮টি বিমানঘাঁটি রয়েছে। তাদের প্রত্যেকটিকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার জন্য ‘হাই এলার্ট’ করে দেওয়া হয়েছে।

প্রতিটি ঘাঁটিতে তিন থেকে চারটি বিমানকে ‘অপারেশনাল রেডিনেস’ পর্যায়ে রাখতে বলা হয়েছে। যাতে আক্রমণ হলে নিমেষে জবাব দেওয়া যায়। চলতি সপ্তাহেই উত্তরকাশীতে বিমানবাহিনীর অপারেশন গগন শক্তি-র পর ওই জল্পনা তীব্র হয়েছে আরও।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :এপ্রিল ১৯, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ