২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৮

সাহো সিনেমাটির স্বত্ত্ব বিক্রি হচ্ছে চড়া দামে

বিনোদন ডেস্ক:

বাহুবলি’র মাধ্যমে সর্বভারতীয় ইমেজ তৈরি হয়েছে প্রভাসের। সেই চমক কাজে লাগছে নতুন সিনেমা ‘সাহো’র ক্ষেত্রেও। শোনা যাচ্ছে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় নির্মিতব্য সিনেমাটির স্বত্ত্ব চড়া দামে বিক্রি হচ্ছে।

সুজিত রেড্ডি পরিচালিত ‘সাহো’তে আরো অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর, জ্যাকি শ্রফ ও নীল নিতিন মুকেশ। শুটিং হয়েছে মুম্বাই, হায়দ্রাবাদ, আবু ধাবি ও ইউরোপে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৯ সালে।

গুঞ্জন শোনা যাচ্ছে, ১৫০ কোটির বাজেট মুক্তির আগেই পেয়ে যাচ্ছেন প্রযোজক।

টি সিরিজ নাকি ৫০ কোটি রুপিতে ‘সাহো’র বিপনন স্বত্ত্ব কিনতে চেয়েছে। তবে এ দরে সাফল্য পেতে হলেও সিনেমাটির হিন্দি সংস্করণকে ১০০ কোটি রুপির বেশি আয় করতে হবে। অনেকে বলছেন, হিন্দিতে দ্বিতীয় সিনেমা হিসেবে প্রভাসের জন্য এই দাম অনেক বেশি।

কারণ অক্ষয় কুমার, অজয় দেবগণ, বরুণ ধাওয়ানদের মতো বলিউডের তারকাদের সিনেমার সর্বভারতীয় বিপনন স্বত্ত্ব ৪০ থেকে ৫০ কোটির মধ্যে উঠানামা করে।

আরো শোনা যাচ্ছে, ‘সাহো’র তামিল ও তেলুগু স্বত্ত্বর দাম উঠেছে ১২৫ কোটি রুপির মতো, এটিও সর্বকালের সর্বোচ্চ দাম।

এখন দেখার পালা ‘বাহুবলি’র সাফল্য কতটা ধরে রাখতে পারেন প্রভাস।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ২:০৪ অপরাহ্ণ