১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

রাশিয়া বিশ্বকাপের টিকিট যেন সোনার হরিণ

স্পোর্টস ডেস্ক:

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে গত বছর। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই যেন সোনার হরিণ হয়ে উঠছে টিকিট। সেই সোনার হরিণকে পুঁজি করে দারুণ এক ব্যবসা ফেঁদে বসেছে কিছু ওয়েবসাইট। যেখানে প্রকৃত মূল্যের চেয়ে ৪০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বিশ্বকাপের টিকিট!

আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপের টিকিট বিক্রির বৈধ স্বত্ব আছে শুধু ফিফার। কিন্তু ফিফার পাশাপাশি তৃতীয় পক্ষ হিসেবে আরও কিছু ওয়েবসাইটটিকিট বিক্রি করছে। গত মাসে বিজ্ঞাপন দিয়ে সবচেয়ে কম দামের টিকিট ৫৬১৮ পাউন্ড মূল্যে বিক্রি করেছে তারা।

১৮ জুন ইংল্যান্ড-তিউনিশিয়া ম্যাচের টিকিট বিক্রি করতে বিজ্ঞাপন দিয়েছে পাঁচটি ওয়েবসাইট। ফিফার যে টিকিট বিক্রি করছে ২৯৬ পাউন্ডে, তার দাম হাঁকা হচ্ছে ১১২৩৭ পাউন্ড পর্যন্ত। ফিফা অবশ্য তৃতীয় পক্ষের কাছ থেকে টিকিট না কিনতে আগেই সতর্ক করে দিয়েছে ফুটবলপ্রেমীদের। এ ধরনের টিকিট যারা কিনেছেন, তাদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া হবে না।

তবে যে ওয়েবসাইটগুলো টিকিট বিক্রি করছে, তাদের দাবি বৈধ উপায়েই তারা টিকিট সংগ্রহ করেছে। সমর্থকদের কাছে থেকে বেশি দামে বৈধ টিকিট কিনে সেটাই তারা আরও চড়া দামে বিক্রি করছে। ওয়েবসাইট।

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ২:০৫ অপরাহ্ণ