২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৯

তৃতীয় সপ্তাহে স্বপ্নজাল

বিনোদন ডেস্ক:

২০টি প্রেক্ষাগৃহে ৬ এপ্রিল মুক্তি পায় ‘মনপুরা’। গিয়াস উদ্দিন সেলিমের সিনেমাটির চাহিদা থাকলেও একাধিক নতুন রিলিজের কারণে পরের সপ্তাহে মাত্র ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তৃতীয় সপ্তাহে এসে যোগ হচ্ছে আরো কয়েকটি হল। প্রথম সপ্তাহে শ্যামলী সিনেমা হলে ভালোই ব্যবসা করে ‘স্বপ্নজাল’। পরের সপ্তাহে মুক্তি পায় ‘বিজলী’। হল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, দ্বিতীয় সপ্তাহের প্রথমদিনেই অনেকে এসেছেন ‘স্বপ্নজাল’ দেখতে। দর্শকদের জানানো হয়, ২০ এপ্রিল থেকে সিনেমাটি আবারো প্রদর্শিত হবে।

অন্যদিকে চট্টগ্রামের আলমাসে মুক্তি না পাওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেন। শুক্রবার থেকে সেখানেও প্রদর্শিত হবে ‘স্বপ্নজাল’। জানা গেছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসের পাশাপাশি দেশের আরো কিছু হলে সিনেমাটি চলবে।

এদিকে কানাডায় ২৭ এপ্রিল থেকে প্রদর্শিত হতে যাচ্ছে ‘স্বপ্নজাল’। প্রেক্ষাগৃহগুলো হলো— টরেন্টোর ইয়াং-ডান্ডাস স্কয়ার, এগলিন্টন টাউন সেন্টার, এডমন্টনের সিনেমা সিটি মুভিজ, ক্যালগেরির সানরিজ স্পেক্ট্রাম সিনেমাস, উইনিপেগের সিনেমা সিটি নর্থ গেইট। পরিবেশনার দায়িত্বে আছে স্বপ্ন স্কেয়ারক্রো। এছাড়া শিগগিরই যৌথ প্রযোজনার চলচ্চিত্রটি মুক্তি পাবে কলকাতাতে।

‘স্বপ্নজাল’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন পরী মনি ও নবাগত ইয়াশ রোহান। তাদের সঙ্গে আছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ ঢাকা-কলকাতার বেশ কয়েকজন অভিনয়শিল্পী। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর ভারতের কলকাতাসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়।

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১২:৪৯ অপরাহ্ণ