১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

ফিলিপাইনে ১১ বাংলাদেশিসহ ৬৬ জন আটক

দৈনিক দেশজনতা ডেস্ক:

চোরাচালানের চাল পাচার করার সময় ফিলিপাইনি নৌবাহিনী মঙ্গলীয় পতাকাবাহী একটি জাহাজ আটক করে ২৭ হাজার বস্তা চাল জব্দ করেছে। এ ঘটনায় ওই জাহাজ থেকে ৬৬ জনকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি রয়েছেন।

ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা সিবুগে শহরের অলুটাতাঙ্গা দ্বীপ থেকে গত শনিবার রাতে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়।

মেদিনা জানান, জাহাজের কর্মচারীদের আটকের পর নেভাল ফোর্স অব ওয়েস্টার্ন মিন্দানাও (এনএফডব্লিউএম) বিষয়টি বাণিজ্য ও শিল্প বিভাগ, ব্যুরো অব কাস্টম এবং আঞ্চলিক পুলিশের অপরাধ তদন্ত ও সনাক্তকরণ গ্রুপকে জানিয়েছে।

দ্য ফিলিপাইন স্টারের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তবে ওই প্রতিবেদনে আটক বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৮ ১২:৫১ অপরাহ্ণ