১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৪১

আর্থিক প্রতারণার মামলায় সাজা পেতে যাচ্ছেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদব একটি আর্থিক প্রতারণার মামলায় সাজা পেতে যাচ্ছেন। পাঁচ কোটি ঋণ নিয়ে সে অর্থ পরিশোধ না করায় ভারতের করকরদুমা আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে।

গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী ২৩ এপ্রিল মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

২০১০ সালে দিল্লির ব্যবসায়ী এম জি আগারওয়ালের কাছ থেকে পাঁচ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সিনেমা তৈরির জন্য এ অর্থ নেন তিনি।

২০১২ সালে ‘আতা পাতা লাপাতা’ নামের সিনেমাটি মুক্তি পায়। তা ভালো ব্যবসাও করে। কিন্তু, ঋণ শোধ করেননি রাজপাল। পরবর্তী সময়ে ওই ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হন।

এই মামলায় ২০১৩ সালে ১০ দিন কারাভোগও করেছেন রাজপাল যাদব।

২০১৫ সালে এ অভিনেতা আদালতে দাবি করেন, ১ কোটি ৫৮ লাখ রুপি পরিশোধ করেছেন তিনি। বাকি অর্থ তার হয়ে একটি প্রতিষ্ঠান পরিশোধ করতে রাজি হয়েছে। তিনি জানিয়েছিলেন, এক মাসের মধ্যে বাকি অর্থ পরিশোধ করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ১৫, ২০১৮ ৭:৩৮ অপরাহ্ণ