২২শে জানুয়ারি, ২০২৫ ইং | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

মনপুরায় ১০ লাখ টাকার জাল জব্দ : আটক ৫

ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় মেঘনার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে। এতে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করে পোড়ানো হয়।
আটককৃত ৫ জেলে হলেন- মো. আলামিন (২৭), মো. শিপন (৩০), মো. বাগান আলী (২৭), মো. মনির হোসেন (৩০) ও তাজল ইসলাম (১৮)।
কোস্টগার্ড ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, রুটিন মাফিক প্রতিদিনের ন্যায় তারা মেঘনায় যৌথ অভিযান চালায়। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত তারা মেঘনার বিভিন্ন পয়েন্ট, দাসের হাট, মাস্টারহাট, হাজির হাট, জনতা বাজার, মাঝের ঘাট, ভুইয়ার হাট সংলগ্ন মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানে ১৫টি বেহুন্দি জাল, চরঘেরা ৮টি নিষিদ্ধ নেট জাল ও ১টি কারেন্ট জাল জব্দ করে এবং জব্দকৃত সকল বেহুন্দি ও নেট জাল হাজির হাট ল্যান্ডিং স্টেশন ঘাটে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ ভূঁঞা মৎস্য আইনে মো. আলামিন, মো. শিপন, মো. বাগন আলী ও মো. মনির হোসেনকে ১ বছর করে জেল দিয়ে ভোলা জেল হাজতে প্রেরণ করেন। অপর একজন মো. তাজল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন। এছাড়াও ৪টি আটক ৪টি মাছ ধরা ছোট ট্রলারকে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।
মেঘনায় অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ ভূঁঞা, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তজুমুদ্দিন পেটি অফিসার কেএম আতাউর রহমান ও উপজেলা মৎস্য অফিসার আ. গাফফার। অভিযান সম্পর্কে উপজেলা মৎস্য অফিসার আ. গাফফার বলেন, মেঘনায় অভিযান অব্যাহত থাকবে। ৩০ এপ্রিল পর্যন্ত অভিযান চলবে।দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ১৪, ২০১৮ ১:১৫ অপরাহ্ণ